আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রূদুরাবাসীর ন্যায্য দাবিতে মানববন্ধন প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রূদুরাবাসীর ন্যায্য দাবিতে মানববন্ধন প্রতিবেদক: সাইফুল ইসলাম প্রবাসী নিউজ, আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর-পূর্ব সীমান্তঘেঁষা ডুমুরিয়া ও রূদুরা গ্রামের নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবহেলার অবসান চেয়ে ৭ নম্বর সদর ইউনিয়নের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৫ জুন) সকালে আনোয়ারা উপজেলা সদরের থানা মোড় থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। “আমি-আমরা-আমাদের” এবং “আমরা ডুমুরিয়া-রূদুরার সন্তান” ব্যানারে দুই গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ, যুবক ও প্রবীণ ব্যানার-ফেস্টুনসহ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। “আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রূদুরাবাসীর ন্যায্য দাবিতে মানববন্ধন মানববন্ধন শেষে ডুমুরিয়া-রূদুরা গ্রামের পক্ষ থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “এই এলাকার মানুষ যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য দাবি জানিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ডুমুরিয়া-রূদুরাবাসীর দাবি আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি এবং দ্রুত জেলা প্রশাসকের কাছে তা প্রেরণ করা হবে।” ডুমুরিয়া-রূদুরার সন্তান ও দুর্নীতি বিরোধী সচেতন পরিষদ বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আনোয়ারা উপজেলার সরকারি ম্যাপে স্পষ্ট দেখা যায়—উপজেলার সীমান্তরেখার একেবারে নিকটবর্তী অবস্থানে রয়েছে ডুমুরিয়া ও রূদুরা গ্রাম। এত কাছাকাছি থাকার পরও এসব গ্রামকে চাতরী ইউনিয়নের আওতায় রাখা হয়েছে, যার ফলে নাগরিক সেবা পেতে আমাদের যেতে হয় প্রায় ৪ কিলোমিটার দূরে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানাবিধ সেবা নিতে গিয়ে প্রায় পাঁচ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।” সমাবেশে বক্তব্য রাখেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, মোহাম্মদ কাইউম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল, আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু ও মুহাম্মাদ উল্লাহ মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসন যদি আন্তরিকভাবে পদক্ষেপ নেয়, তবে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান সম্ভব। তাদের দাবি—ডুমুরিয়া ও রূদুরা গ্রামকে নিকটবর্তী ৭ নম্বর সদর ইউনিয়নের আওতায় এনে নাগরিক সেবা সহজ করা হোক SHARES জাতীয় বিষয়: