এনসিটি ইজারা বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশে হালিশহর থানা শ্রমিক দলের বিশাল মিছিল প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫ এনসিটি ইজারা বাতিলের দাবিতে শ্রমিক সমাবেশে হালিশহর থানা শ্রমিক দলের বিশাল মিছিল প্রতিনিধি, প্রবাসী নিউজ: চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্বাধুনিক কনটেইনার টার্মিনাল ‘নিউ কনটেইনার টার্মিনাল (এনসিটি)’ বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিক সংগঠনসমূহের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হালিশহর থানা শ্রমিক দল বিশাল মিছিল সহকারে যোগ দেয়। মিছিলে নেতৃত্ব দেন থানা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সাবেক সদস্য সচিব রফিক উদ্দিন জসিম। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, সদস্য মোঃ আব্দুল খালেক, মোহাম্মদ রবি, নুরুল আলম সুজন, হালিশহর থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল হক, মোঃ শাহেদ, মোঃ এরশাদ হোসেন নাসির, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ হাদিস, মোঃ সাদেক, মোহাম্মদ রবিন শেখ, মোঃ ওমর ফারুক মির্জা, মোহাম্মদ কুতুব উদ্দিন, মোঃ সৌরভ, মোহাম্মদ সোয়াইব, মোহাম্মদ বশির আহমেদ, মোহাম্মদ শাজাহান, মোঃ সোহাগ, মোঃ শহিদুল ইসলামসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক শ্রমিক নেতা। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, সহ-সভাপতি শাহনাজ চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, এনসিটির মালিকানা দেশের জনগণের, এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিক সমাজ এর তীব্র প্রতিবাদ জানায় এবং এই ইজারা পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান। প্রতিবেদন: শান্ত বিশ্বাস| SHARES নাগরিক সংবাদ বিষয়: