চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশি, সমালোচনার মুখে আটক ব্যক্তি প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫ প্রতিবেদক: প্রবাসী নিউজ | চট্টগ্রাম | ১৬ জুন ২০২৫ চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১৫ মিনিট ৪৪ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা হাতে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অবস্থানরত অতিথিদের পরিচয় যাচাই করছেন এবং একাধিক প্রশ্ন করছেন। কারো বৈধতা নিয়েও তিনি প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। অনেকেই এ ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ ও জনসাধারণকে হয়রানি করার অপচেষ্টা হিসেবে দেখছেন। উক্ত ব্যক্তি নিজের ফেসবুক প্রোফাইলে নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক এবং ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে চট্টগ্রাম প্রেস ক্লাব সূত্র জানিয়েছে, হান্নান রহিম তালুকদার নামের কেউ তাদের সদস্য তালিকায় নেই। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “কোনো সাংবাদিকের গেস্ট হাউসে ঢুকে এভাবে তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। এটি স্পষ্টতই আইনবিরোধী ও ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ।” তিনি আরও জানান, “এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসার পরপরই আমরা ব্যবস্থা গ্রহণ করি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। আমরা নিরীহ কাউকে হয়রানি করিনি।” সাংবাদিকতার নাম ব্যবহার করে এধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি, প্রকৃত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভাবমূর্তি রক্ষায় এমন ভুয়া পরিচয়ধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে সর্বত্র। SHARES অপরাধ বিষয়: