মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন প্রবাসী নিউজ প্রবাসী নিউজ প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন প্রবাসী নিউজ রিপোর্ট মানবতার পক্ষে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিকদের সহায়তায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ১২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার (তারিখ দিন) ঢাকার বারিধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে এই অর্থ সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন মেয়র ডা. শাহাদাত। চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ বহু বছর ধরে অন্যায় দমন-পীড়নের শিকার। এ সময়ে একজন মানবিক মানুষ এবং জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ফিলিস্তিনের ভাই-বোনদের জন্য ভালোবাসা ও সংহতির প্রতীক।” রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মহতী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। আজ চট্টগ্রামের মেয়রের এই উদারতা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিলিটারি এটাশে কর্নেল মাহমুদ এম জে আলশাহাওনাহ, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আফিয়া ইবনাত, এটিএন নিউজের ব্যুরো চীফ এডভোকেট আরিফ রেজা এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র ডা. শাহাদাত রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “চট্টগ্রামের মানুষ সরাসরি যেন ফিলিস্তিনের সংগ্রামের কথা জানতে পারে, সেজন্য আমরা একটি জনমত গঠনের কর্মসূচি ও একটি দিনব্যাপী ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজন করব।” রাষ্ট্রদূত এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, “বাংলাদেশি জনগণের এই সহমর্মিতা ও সংহতি ফিলিস্তিনের জনগণ আজীবন মনে রাখবে।” উল্লেখ্য, মেয়র ডা. শাহাদাত হোসেন একজন চিকিৎসক হিসেবে যেমন মানুষের সেবায় নিয়োজিত, তেমনি আন্তর্জাতিক মানবিক ইস্যুতে তাঁর এই পদক্ষেপ চট্টগ্রামবাসীর উদার মনোভাব ও মানবিক দায়িত্ববোধের প্রতিফলন। SHARES আন্তর্জাতিক বিষয়: chotrtogramchottogramcity corporationdhaka