
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব হারেছ আহমেদ হারেছ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার সাঈদ মানিক, আব্বাস নুর, মিজানুর রহমান, এম এ খালেদ, সরওয়ার জামান, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, মোঃ মফিজ, মোঃ সেলিম, আবু সালেহ, এমদাদুল হক সুমন, মোঃ ইকবাল, আবু সালেক, আব্দুল আজিজ, মোঃ রফিক, জিয়াউর রহমান, মোঃ শাহজাহান প্রমুখ। এছাড়াও আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তোলা হবে—এই প্রতিশ্রুতিই আজকের প্রস্তুতি সভার মূল বার্তা।”