1. live@www.probashinews.tv : প্রবাসী নিউজ : প্রবাসী নিউজ
  2. info@www.probashinews.tv : প্রবাসী নিউজ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল দেশ বদলাতে থ্রি জিরো থিওরি আদর্শ মডেল —বিভাগীয় কমিশনার আনোয়ারা সদর সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল আনোয়ারায় সেনাবাহিনীর সহযোগিতায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩৪৯ প্রতিযোগীর অংশগ্রহণে আনোয়ারায় ৩০তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন আনোয়ারয় এনসিপির যুগ্ম সমন্বয়কারীদের দ্বন্দ্বে উত্তেজনা আনোয়ারায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী চালক দলের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক দলের সঙ্গে ইসরাফিল খসরুর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩৪৯ প্রতিযোগীর অংশগ্রহণে আনোয়ারায় ৩০তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

৩৪৯ প্রতিযোগীর অংশগ্রহণে আনোয়ারায় ৩০তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৩০তম হিফযুল কুরআন প্রতিযোগিতা।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩০তম কেন্দ্রীয় প্রতিযোগিতার অংশ হিসেবে, আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে স্থানীয়ভাবে এটি ছিল ৪র্থ হিফযুল কুরআন প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আনোয়ারা মডেল মসজিদ প্রাঙ্গণে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৯ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। মোট ১০ জন বিচারক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পরিচালনা ও মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মহিউদ্দীন, এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক হাফেজ কারী মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও সংসদীয় প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক হালিম, কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন, এবং উপজেলা ফাউন্ডেশনের উপদেষ্টা আবরার মাহমুদ সালেহ।

প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আবদুর রশিদ।

সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহিদি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, এবং সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মজিদ।

প্রতিযোগিতায় ৩৪৯ জনের মধ্যে ৫ পারায় ১৫ জন, ১০ পারায় ১৫ জন, ২০ পারায় ১০ জন এবং ৩০ পারায় ৭ জনসহ মোট ৪৭ জন প্রতিযোগী বিজয়ী হন।

বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও অর্থ সম্মাননা প্রদান করা হয় এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড বিতরণ করা হয়।

অন্য অংশগ্রহণকারীরাও সম্মাননা সনদ পান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী, হাফেজ আবদুল আজিজ ফয়সালসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলাম বলেন

“দীর্ঘ এক মাসের প্রস্তুতির পর সবার সহযোগিতায় আমরা প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এ বছর সর্বাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যা আমাদের জন্য আনন্দের বিষয়।”

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট