
আনোয়ারায় সেনাবাহিনীর সহযোগিতায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর ২০২৫) সকালে আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আনোয়ারা থানার এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর আনোয়ারা আর্মি ক্যাম্প টাস্ক ফোর্স–২, ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৯টার দিকে খোর্দ্দ গহিরা খুইন্যার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মনির (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের স্টোর রুমে রাখা একটি নষ্ট টিভির ভেতর থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৫৫ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির ওবায়দুল ইসলামের পুত্র এবং স্থানীয় খুইন্যার বাড়ি এলাকার বাসিন্দা।
এই ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর টেবিলের ১০(ক)/২৬(১) ধারায় মামলা (নম্বর–০২, তারিখ–০২/১১/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
পুলিশ গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।