
চট্টগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, দেশ বদলাতে এবং পৃথিবীকে আরও মানবিক করতে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো থিওরি একটি আদর্শ মডেল।
তিনি আরও বলেন, এই মডেল অনুসরণ করে তরুণ সমাজ এগিয়ে এলে ক্ষুধামুক্ত ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং মানবজাতি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। এসময় তিনি তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
আজ সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাশার, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, আব্দুল বারী প্রমুখ।
প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক মো. বোরহান উদ্দীন।
স্বাগত বক্তব্যে মো. বোরহান উদ্দীন তরুণ-তরুণীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং পরিবারকেও ভোট দিতে উৎসাহিত করতে বলেন। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন উৎসব অনুষ্ঠিত হবে। সরকার চায় সকল প্রাপ্তবয়স্ক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও ভয়হীন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন, গণভোট প্রশ্ন ও ভোটদানের পদ্ধতি নিয়েও আলোচনা করেন তিনি।
বিশেষ অতিথিরা আগামীর বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের সুশাসন, নাগরিকদের সুস্থ জীবনযাপন এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।