
দেশপ্রেমিক সংগঠন লাভ বাংলাদেশ পার্টি–এর চেয়ারম্যান, বাংলাদেশ এডিটর ফোরাম–এর সভাপতি এবং সময়ের সাহসী কলম সৈনিক মিজানুর রহমান চৌধুরী–এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পুওর চিলড্রেন’–এর উদ্যোগে শনিবার বাদ আসর সংগঠনটির চেয়ারম্যানের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেয় হযরত মাওলা আলী (র.) মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীরা। তারা কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ ও বিশেষ মুনাজাতের মাধ্যমে মিজানুর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করেন।
বিশেষ দোয়া মাহফিলটি পরিচালনা করেন লাভ দ্য পুওর চিলড্রেন এর চেয়ারম্যান ও দৈনিক আমাদের চট্টগ্রাম–এর চীফ রিপোর্টার, বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরী। তিনি মিজানুর রহমান চৌধুরীর অদম্য দেশপ্রেম, মানবতার সেবা ও সাংবাদিকতার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তাঁর রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য এবং বিভিন্ন বয়সী শিশু-কিশোররা। দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের সম্মানে রাতের খাবারের বিশেষ আয়োজন করা হয়।
সবশেষে আয়োজকরা জানান, মানবতার সেবায় নিবেদিত ব্যক্তিত্ব মিজানুর রহমান চৌধুরীর সুস্থতা দেশের জন্যও একটি প্রয়োজনীয় দিক। তাঁর অতিদ্রুত আরোগ্য কামনা করা হয় সবার পক্ষ থেকে।