
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল উদযাপনে সর্বসম্মতি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ হাসান ও মোহাম্মদ ছগির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক জাহাংগীর আলম, আবদুল মজিদ শাহ, দৌলত আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার এই ঐতিহাসিক দিনটি বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উপস্থিতির মাধ্যমে উদযাপনের মধ্য দিয়ে সংগঠনের শক্তি ও ঐক্যকে আরও সুদৃঢ় করা হবে।
সভায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সবাই সর্বসম্মতভাবে বিভিন্ন প্রস্তুতি গ্রহণে সিদ্ধান্ত নেন।