
আনোয়ারা সদর সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল
চট্টগ্রামের আনোয়ারা সদর সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আনোয়ারা উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমাদের সবার প্রার্থনা।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা মোঃ তাজ উদ্দিন। তিনি বলেন, “দেশমাতার অসুস্থতা আমাদের সকলকে ব্যথিত করেছে। প্রবাস থেকেও আমরা তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রেখেছি।”
আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
মোঃ মুবিন, সভাপতি, আনোয়ারা সদর সিএনজি চালক সমবায় সমিতি লিঃ
মোঃ আজাদ, সেক্রেটারি, আব্দুন নূর, অর্থ সম্পাদক
এছাড়াও সমিতির সক্রিয় সদস্য ইসমাইল, শহীদ, সেলিম, গিয়াস উদ্দিন ও এজাজুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ চালকদের ব্যাপক উপস্থিতি ছিল।